Thikana News
২৮ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ট্রাকচাপায় মা-বাবার মৃত্যু, হাসপাতালে শিশু ফাহা

ট্রাকচাপায় মা-বাবার মৃত্যু, হাসপাতালে শিশু ফাহা ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক দম্পতির। ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন–রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল ইসলাম বাবু (৩৪) ও স্ত্রী তাহমিনা আক্তার (৩০)। গুরুতর আহত হয়েছে তাদের শিশুসন্তান তাহরিন জাহান ফাহা (৬)।

নিহত দম্পতি সোনারগাঁ পৌরসভার পানাম নগর এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে যান ওই দম্পতি। সারা দিন শেষে সন্ধ্যা সাতটার দিকে সেখান থেকে ফেরার পথে কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তারা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্বামী–স্ত্রী দুজন মারা যান ও গুরুতর আহত হয় শিশুটি। ঘটনার পরপরই আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স