রান তাড়ায় নেমে ধুঁকতে থাকার অভ্যাস বজায় রেখেই জয় পেল দক্ষিণ আফ্রিকা। আফগানদের দেওয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে শেষ পর্যন্ত খেলতে হয় প্রোটিয়াদের। দিন শেষে ১৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পায় তারা।
রাসি ফন ডার ডুসেনের অপরাজিত ৭৬ রান জয়ের বন্দরে পৌঁছে দেয় প্রোটিয়াদের। এই ম্যাচে ছয়টি ক্যাচ নেওয়ার কীর্তি গড়ার পর ব্যাটিং ফর্ম বজায় রেখে ৪১ রান করেন কুইন্টন ডি কক। ফেলুকওয়ায়ো ৩৯*, মার্করাম ২৫, মিলার ২৪ ও বাভুমা ২৩ রান করেন।
আফগান স্পিনাররা রানের গতি চেপে রাখতে পারলেও জয় ঠেকাতে পারেননি। রশিদ ও নবি দুটি এবং মুজিব একটি উইকেট শিকার করেন।
এর আগে বিশ্বকাপ লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১০ নভেম্বর শুক্রবার সংগ্রহ করে ৯ উইকেটে ২৪৪ রান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমেই ব্যাট করে আফগানিস্তান। আফগানদের এই পুঁজি গড়ার কান্ডারি ক্যারিয়ার-সেরা নৈপুণ্য দেখানো আজমতউল্লাহ ওমরজাই। শেষ ওভারে নাভিন রান আউট না হলে হয়তো সেঞ্চুরি পেয়ে যেতেন তিনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৯৭ রানে। ৭টি চার ও ৩টি ছক্কায় ১০৭ বলে দারুণ এই ইনিংসটি খেলেন আজমত। চতুর্থ উইকেটে রহমত শাহকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন আজমত। ৭ম ও ৮ম উইকেটে রশিদ খান ও নুর আহমাদের সঙ্গে ৪৪ রানের দুটি জুটি গড়েন। রহমত ২৬, নুর ২৬ ও গুরবাজ ২৫ রান করেন।
এদিন ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে আফগানিস্তান। ৪১ রানের উদ্বোধনী জুটি গড়ে তারা। তবে বোলিংয়ে এসেই আফগান ব্যাটিংয়ের ত্রাস বনে যান কেশব মহারাজ। নিজের প্রথম বলেই ফেরান রহমানউল্লাহ গুরবাজকে। পরের ওভারে জেরাল্ড কোটজে তুলে নেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরানের উইকেট। আর নিজের দ্বিতীয় ওভারে এসে কেশব আফগান সাজঘরের পথ দেখান অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদিকে। মাত্র ৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে ফেলে আফগানিস্তান। তবে এক পাশ আগলে রেখে আজমতউল্লাহ তুলে নেন বিশ্বকাপের তৃতীয় ফিফটি।
প্রোটিয়াদের হয়ে জেরাল্ড কোটজে ৪টি উইকেট শিকার করেন। কেশব ও এনগিডি দুটি করে আর এ ম্যাচেই একাদশে সুযোগ পাওয়া আন্দিল ফেলুকওয়ায়ো নেন একটি উইকেট।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 


 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
