Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ ছবি সংগৃহীত
শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের তুলনায় নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের আটে অবস্থান করলেও নিশ্চিন্ত থাকতে পারছে না বাংলাদেশ। কারণ শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারলে নিচে নেমে যেতে পারে টাইগাররা। তাতে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ হারাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে ভারতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু একের পর এক বাজে হারে সবার আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় টাইগারদের। সেমির স্বপ্ন বাদ দিয়ে বাংলাদেশের লড়াইটা এখন কোনো রকমে টেবিলের আটে থাকা নিয়ে। কারণ আইসিসির নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট পেতে হলে ১০ দলের মধ্যে সেরা সাতে থেকে চলতি বিশ্বকাপ শেষ করতে হবে। তবে স্বাগতিক পাকিস্তান প্রথম সাত দলের মধ্যে থাকায় সুযোগ পাবে অষ্টম দলটিও।

আসরের শুরুতে আফগানিস্তান আর সর্বশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে আপাতত টেবিলের আটে অবস্থান করলেও নিশ্চিত নয় বাংলাদেশ। সমান ৪ পয়েন্ট নিয়েও নেট রান রেটে বাংলাদেশের তুলনায় এগিয়ে আছে ইংল্যান্ড। সপ্তম স্থানে থাকা দলটি পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হারলেও টেবিলে খুব একটা অধঃপতন হওয়ার সুযোগ নেই, যদি না তারা বড় ব্যবধানে হারে।

অন্যদিকে টেবিলের তলানিতে থাকা নেদারল্যান্ডস শেষ ম্যাচে ভারতকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার হয়ে উঠবে। তবে চলতি বিশ্বকাপে যেখানে কোনো দলই স্বাগতিকদের হারাতে পারেনি, সেখানে ডাচদের জয়ের সম্ভাবনা খুবই কম।

ফলে নেদারল্যান্ডস নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই বাংলাদেশের। তবে চিন্তা আছে লঙ্কানদের নিয়ে। গ্রুপ পর্বের সব ম্যাচ শেষে নয়ে থাকা কুশল মেন্ডিসের দলের সঙ্গে টাইগারদের নেট রান রেটের পার্থক্য ০.২৭৭। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যবধানটা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ। তবে এ জন্য কয়েকটি সমীকরণ মেলাতে হবে হাথুরুসিংহের শিষ্যদের।

এগিয়ে থাকতে সমীকরণটা খুব বেশি কঠিন নয় টাইগারদের। অস্ট্রেলিয়া যদি প্রথমে ব্যাট করে ৩৬০ রান করে, তাহলে বাংলাদেশকে কমপক্ষে ২০০ রান করতে হবে। অর্থাৎ হারের ব্যবধানটা ১৬০ রানের বেশি হওয়া যাবে না। আর বাংলাদেশ প্রথমে ব্যাট করে যদি ২০০ রান করে, তাহলে অজিদের সেটা ২৩ ওভারের আগে তাড়া করতে দেওয়া যাবে না। তবে বাংলাদেশ যদি জয় তুলে নিতে পারে বা বৃষ্টিতে ম্যাচ ভেসে যায়, তাহলে আর কোনো সমীকরণই প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে বাংলাদেশ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স