Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

যেভাবে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান

যেভাবে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান ছবি সংগৃহীত





 
বিশ্বকাপের গত আসরে অর্থাৎ ২০১৯ সালে ঠিক এমন পরিস্থিতিতেই পড়তে হয়েছিল পাকিস্তানকে। সেবার পাকিস্তানের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে। আর সেমিতে যাওয়ার জন্য দরকার ছিল ৩১৬ রানের ব্যবধানে জয়। ওই ম্যাচে পাকিস্তান জেতে ৯৪ রানের ব্যবধানে। পয়েন্ট একই হলেও নেট রানরেট বিবেচনায় সেমিতে যায় নিউজিল্যান্ড।

৯ নভেম্বর শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এবারও একই নাটকের পুনর্মঞ্চায়ন করেছে কিউইরা। শনিবার ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের শেষ ম্যাচে শুধু জিতলেই হবে না, বাবর আজমরা আগে ব্যাট করলে ইংল্যান্ডকে হারাতে হবে ২৮৭ রানের ব্যবধানে। পাকিস্তান যদি আগে ফিল্ডিং করে, তাহলে সমীকরণ হয়ে যাবে সম্পূর্ণ অসম্ভব পর্যায়ের। ইংল্যান্ডকে ১৫০ রানে আটকে দিয়ে সেই লক্ষ্য তাড়া করতে হবে মাত্র ২২ বলে।

এই অবস্থায় পাকিস্তান যদি প্রথমে ব্যাট করে ৩০০ রান করে ইংল্যান্ডকে ১৩ রানে অলআউট করতে হবে, যা আকাশকুসুম কল্পনা ছাড়া কিছু না। তবে পাকিস্তান যদি ৪০০ কিংবা ৪৫০ রান করে তবে ইংল্যান্ডকে বেঁধে রাখতে হবে ১১২ কিংবা ১৬২ রানে, যা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। পাকিস্তান যদি সর্বোচ্চ ওয়ানডে স্কোর ৫০০ রান করতে পারে, তবে ২১১ রানে ইংল্যান্ডকে আটকানো শাহিন শাহ-রউফদের জন্য আরও সহজ কাজ বৈকি।

এবারের বিশ্বকাপে এমন বড় ব্যবধানে জয়ের ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। অস্ট্রেলিয়া নেদারল্যান্ডসকে ৩০৯ রানে এবং ভারত শ্রীলঙ্কাকে ৩০২ রানের ব্যবধানে হারিয়েছে। ২০১৫ আসরে অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারায় ২৭৫ রানের ব্যবধানে। এ বছরের শুরুতে লঙ্কানদের ৩১৭ রানের ব্যবধানে হারিয়েছিল ভারত। কিউইরা ২০০৮ সালে আইরিশদের ২৯০ রানে হারায়।

এসব পরিসংখ্যান থেকে অনুপ্রেরণা নিয়ে পাকিস্তান চেষ্টা করতেই পারে নিজেদের রেকর্ড ভাঙার। দলটির সর্বোচ্চ জয় ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৫৫ রানের ব্যবধানে।

তবে দেশটির কিংবদন্তি ব্যাটার সাঈদ আনোয়ার বাতলে দিয়েছেন আরও একটি পথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি পোস্ট করেছেন, ‘পাকিস্তান ব্যাটিং আগে করুক কিংবা পরে, সব ইংলিশ ব্যাটারকে টাইমড আউট করতে পারলেই সেমিতে যাবে পাকিস্তান!’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স