Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


মেলিন্ডা, শেকার ও জিম  জেনারো পুনর্নির্বাচিত

মেলিন্ডা, শেকার ও জিম  জেনারো পুনর্নির্বাচিত



 
৭ নভেম্বর মঙ্গলবার ছিল যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন। এদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের গভর্নরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পুনর্নিবাচন অনুষ্ঠিত হয়। এলাকা পুনর্বিন্যাসের কারণে কুইন্স, ব্রঙ্কস ও রিচমন্ড কাউন্টির  আইল্যান্ড) ডিস্ট্রিক্ট অ্যাটর্নিসহ নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৫১টি এবং বিভিন্ন জুডিশিয়াল পদেও পুনর্নির্বাচন হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। 
রাত ৯টার পর প্রাপ্ত বেসরকারি ফলাফলে নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে সবাই পুনর্নির্বাচিত হয়েছেন। তবে তাদের রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা আগের চেয়ে ভালো ফল করেছেন। 
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে মেলিন্ডা কাটজ পুনর্নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফলাফলে ৯৪ শতাংশ ভোট গণনায় তিনি পেয়েছেন প্রায় ৬৭ শতাংষ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মাইকেল মোসা পেয়েছেন প্রায় ২৪ শতাংশ ভোট। 
ব্রঙ্কস ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির ডারসেল ডি ক্লার্ক। এছাড়া রিচমন্ড কাউন্টির (স্ট্যাটেন আইল্যান্ড) ডিস্ট্রিক্ট অ্যাটর্নি পদে পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির মাইকেল ম্যাকমাহন। 
সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪-এ ডেমোক্রেটিক পার্টির জিম জেনারো বিপুল ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন এ পর্যন্ত গণনার ৭৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জনাথন ডি. রিনাল্ডি পেয়েছেন ২০ শতাংশ ভোট। 
ডিস্ট্রিক্ট ২৫-এ পুনর্নিবাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির শেকার কৃষ্ণান। তিন পেয়েছেন ৬৪ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান জিল কাও পেয়েছেন ২১ শতাংশ ভোট। এই ডিস্ট্রিক্টে তরুণ প্রজন্মের ফাতিমা বারিয়াব পেয়েছেন ১০ দশমিক ৬০ শতাংশ ভোট। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত মোট ভোটের ৮৬ শতাংশ ভোট গণনা করা হয়। 
নিউইয়র্ক সিটি কাউন্সিলের ৩৯ ডিস্ট্রিক্ট-এ পুনর্নির্বাচিত হয়েছেন একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। তিনি পেয়েছেন মোট ভোটের ৮৪ দশমিক ৮৯ শতাংশ। তার প্রতিদ্বন্দ্বী টমাস জিউস্কি পেয়েছেন মাত্র ১৩ দশমিক ০৭ শতাংশ ভোট। 
নিউইয়র্ক সিটি কাউন্সিলের বেশিরভাগ ডিস্ট্রিক্ট-এ বর্তমান কাউন্সিল সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্যান্য স্টেটের নির্বাচনের ফল পাওয়া যায়নি। 

কমেন্ট বক্স