সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের। চোটের কারণে মাঠের বাইরে থাকতে হবে তাকে কয়েক মাস। দিন কয়েক আগেও তার দল ব্রাজিল হেরেছে গুরুত্বপূর্ণ ম্যাচ। এরই মাঝে তার পরিবারের সঙ্গেও ঘটে গেছে ভয়ংকর এক ঘটনা। কিছুদিন আগে নেইমার ও তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির ঘর আলোকিত করে আসে ফুটফুটে এক সন্তান। ব্রাজিলে সেই সন্তানসহ বিয়ানকার্দি যেই বাড়িতে থাকেন সেই বাড়িতে হানা দিয়েছিল ডাকাতদল। সেই সময় নেইমারের কন্যা সন্তানকেও অপহরণের জন্য চেষ্টা চালায় ডাকাতরা।
স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ব্রাজিলের সাও পাওলোর মেট্রোপলিটনের কোটিয়াদে নেইমারের বান্ধবী ও তার কন্যাসন্তানের মা ব্রুনা থাকেন। সে বাড়িতে গত মঙ্গলবার ৭ নভেম্বর ভোরের দিকে ব্রুনার বাড়িতে অস্ত্রসহ তিনজন ডাকাত ঢোকে। এ সময় ডাকাতরা টাকা পয়সার ব্যাগ, ঘড়ি, গয়না ছিনতাই করে। বাড়িতে থাকা ব্রুনার বাবা ও মাকে বারবার ডাকাতরা জিজ্ঞেস করেছিল ‘নেইমারের মেয়ে সন্তানটি কোথায়’? তবে সেদিন ওই বাসায় ব্রুনা ও তার কন্যাসন্তান না থাকায় এর বেশিকিছু হয়নি।
এই ঘটনার ঘটার কয়েক ঘণ্টার মধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে সব ডাকাতকে ধরে ফেলে স্থানীয় পুলিশ। আটককৃত সেই ডাকাতদের মধ্যে একজনের বাড়ি ওই বাসার কাছেই।
নিজের বাড়িতে ডাকাতির ঘটনার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রুনা লেখেন, ‘আমার মা-বাবাকে বেঁধে রেখে ভোরে আমার বাড়িতে ডাকাতি হয়েছে। আমি, আমার সন্তান আর আমার বোন সেখানে আর থাকি না। ঘটনার সময়েও ছিলাম না। ঈশ্বরের ইচ্ছায় আমরা সবাই ভালো আছি। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা সকলেই ধরা পড়েছে।’
ঠিকানা/এম