Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছানো হবে রাতে, ব্যালট পেপার যাবে ভোরে

নির্বাচনের ১৫ দিন বিজিবি র‌্যাব, পুলিশ মাঠে থাকবে

নির্বাচনের ১৫ দিন বিজিবি র‌্যাব, পুলিশ মাঠে থাকবে
জাতীয় সংসদ নির্বাচনের ১৫ দিন আগে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচনের পরবর্তী ১৫ দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন। ভোটের আগের দিন ব্যালট বাক্স ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছানো নির্বাচনের ১৫ দিন বিজিবি র‌্যাব হবে। ব্যালট পেপার ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছানোর চিন্তা করা হচ্ছে।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুর রহমান এ প্রতিনিধিকে জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেবে। তিনি বলেন, প্রয়োজনে নির্বাচনের এক মাস আগে এবং নির্বাচনের পরবর্তী এক মাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্বে নিয়োজিত থাকবেন। যেকোনো মহল থেকে সম্ভাব্য গোলযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড, ভোটার সাধারণকে হুমকি, মামলা, যেকোনো ধরনের আইনশৃঙ্খলা বিনষ্টকারীদের কঠোর হস্তে দমন করবেন তারা।
জানা যায়, ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কেউ যাতে কোনো রকম হুমকি, ভয়ভীতি প্রদর্শন করতে বা তাদের ভোটদানে বিরত রাখতে বা কাউকে ভোট দিতে বাধ্য করার মতো পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন বিশেষভাবে সতর্ক থাকবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনীর টহল ছাড়াও বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হবে। এলাকার সন্ত্রাসী, দুষ্কৃতকারীদের তালিকা করে আগেভাগেই তাদের গ্রেফতার করা হবে। এই সমাজবিরোধী, সন্ত্রাসী, দুষ্কৃতকারীরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না।
কেন্দ্রপিছু নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হবে। গত জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ কেন্দ্র ছিল ৪০ হাজার। এবার এই সংখ্যা বাড়িয়ে ৪২ হাজার ১৮৬টিতে উন্নীত করা হয়েছে। গত নির্বাচনে প্রতিটি কেন্দ্রে দুজন করে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়। এবার তা তিনজন করার প্রস্তাব রয়েছে। তবে তা নির্ভর করবে পুলিশ বাহিনীর মোট জনশক্তির ওপর।
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জানান, ব্যালট পেপার ভোটের দিন ভোরে কেন্দ্রে পৌঁছানোর চিন্তা করা হচ্ছে। তবে সিদ্ধান্ত হয়নি এখনো।
জানা যায়, প্রার্থীদের প্রত্যেকের নির্বাচনী ব্যয় গত সংসদ নির্বাচনে ২৫ লাখ টাকা নির্ধারিত ছিল। এবার তা বাড়িয়ে ৪০ লাখ টাকা করার চিন্তাভাবনা চলছে। বিভিন্ন সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ রকম চিন্তা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কিছুদিন পর।

কমেন্ট বক্স