Thikana News
২৮ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বগুড়ায় দুই ট্রাকে আগুন

বগুড়ায় দুই ট্রাকে আগুন ছবি সংগৃহীত
বগুড়া সদরের পৃথক জায়গায় এক ঘণ্টার ব্যবধানে একটি খালি ও একটি মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

৮ নভেম্বর বুধবার রাত সাড়ে নয়টার দিকে সদরের মানিকচক বাজার এলাকায় ও রাত ১০টায় সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের নাগরকান্দি এলাকায় আগুন দেয় দুর্বৃত্তরা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার।

মানিকচক বাজার এলাকার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাজার এলাকায় একটি খালি ট্রাক আলু বোঝাই করার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। রাত সাড়ে নয়টার দিকে কয়েকটি মোটরসাইকেল থেকে ট্রাকের ওপর ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ হলে ট্রাকে আগুন লেগে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে নাগরকান্দি এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় ট্রাকের হেলপার মোহাম্মদ আলী জানান, লালমনিরহাট থেকে জাহাজের ভাঙারি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হই। রাত ১০টার দিকে বগুড়ার নাগরকান্দি এলাকায় পৌঁছালে ১০০ থেকে ১৫০ লোক লাঠি হাতে কয়েকটি ট্রাক থামিয়ে দেয়। এরপর ট্রাকগুলো ভাঙচুর করতে থাকে। ভাঙচুরের একপর্যায়ে  গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এদিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, রাতের আঁধারে অবরোধকারীরা দুটি ট্রাকে আগুন দিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স