Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

ঢাকায় ৩ বাসে আগুন

ঢাকায় ৩ বাসে আগুন ছবি সংগৃহীত



 
ঢাকায় পরপর তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে ৮ নভেম্বর বুধবার সন্ধ্যার পর রাজধানীতে পরপর তিনটি বাসে আগুন দেওয়া হয়।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুরান ঢাকার তাঁতী বাজার মোড়ে আকাশ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত আটটার দিকে বনানীতে কাকলী পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

সর্বশেষ রাত ৯টা ২৫ মিনিটের দিকে রাজধানীর জিগাতলায় রমজান পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটির আগুন নিয়ন্ত্রণে মোহাম্মদপুর  ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আজ রাত ৯টা ২৫ মিনিটের দিকে জিগাতলা বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট রওনা হয়। তবে এসব আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বুধবার সকাল ছয়টা থেকে শুরু হয়, যা চলবে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স