সম্প্রতি দুবাইয়ে একটি কাজের জন্য অডিশন দিতে গিয়েছিলেন অভিনেত্রী ক্রিসান পেরেইরা। আর সেখানেই মাদকসহ দুবাই পুলিশের কাছে আটক হন তিনি। বিমানবন্দরে তল্লাশির সময় তার ট্রলিতে পাওয়া গেছে মাদক। তথ্যমতে, দুবাইয়ে বিমানবন্দরে মাদকসহ গ্রেপ্তার করা হয় ক্রিসানকে। এরপর থেকে দুবাইয়ের কারাগারেই আছেন তিনি। তবে এরইমধ্যে বেরিয়ে এসেছে নতুন তথ্য।
জানা গেছে, ক্রিসান অপরাধী নন। ফাঁসানো হয়েছে তাকে। মূল আসামীদের আটক করেছে মুম্বই পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অ্যান্থনি পল (৩৫) এবং রাজেশ বুভাত (৩৫)।
পল মালাদ এলাকায় একটি বেকারির দোকান চালান। অন্য দিকে, রাজেশ ওরফে রবি আবার নাম করা ব্যাংকের সহকারী ম্যানেজার। মুম্বই পুলিশ জানায়, হলিউডের এক ওয়েব সিরিজে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দেয়া হয়েছিল ক্রিসানকে। তার মা প্রমিলা পেরেরাকেও ঠকানো হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত অ্যান্থনি পলই নাকি প্রতিশোধ নিতে চেয়েছিল প্রমীলার প্রতি। তাই ফাঁসিয়েছে তার কন্যাকে। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, করোনাকালীন সময় প্রতিবেশী প্রমিলার সঙ্গে বচসা বেধেছিল পলের বোনের। প্রমিলা পশুপ্রেমী, লকডাউনের মধ্যে পথকুকুরদের যত্ন করতেন খাওয়াতেন-এ নিয়েই সমস্যার সূত্রপাত। বোনের সঙ্গে এক বার চড়াও হয়েছিলেন পলও, প্রমিলার সঙ্গে হাতাহাতিতে তিনিও অংশ নেন বলে জানা যায়। ওই ক্ষোভ থেকেই পল ফাঁদ পেতেছিলেন ক্রিসানকে বিপদে ফেলতে। ক্রিসানও পা দিয়েছিলেন সেই ফাঁদে। প্রে যখন বুঝতে পারেন তাকে বিপদে ফেলার চেষ্টা চলছে তখন তিনি দুবাইয়ে। অবশেষে বিষয়টি দুবাই পুলিশকে জানান তিনি। কিন্তু এতে হিতে বিপরীত। সেখানকার পুলিশ উল্টো তাকেই গ্রেপ্তার করে বসে। তবে আশার কথা হচ্ছে মুম্বইয়ের পুলিশ এরইমধ্যে মূল অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
ঠিকানা/এসআর