লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্যা আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম। রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার সময় তিনি মারা যান। ২৫ এপ্রিল (মঙ্গলবার) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনেরা জানান, বশিকপুর ইউনিয়নের নাগেরহাট এলাকায় সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে আবদুল্যা আল নোমান ও রাকিব ইমামের ওপর হামলা চালায়। এ সময় গুলিতে ঘটনাস্থলেই নিহত হন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নোমান। গুলিবিদ্ধ রাকিব ইমামকে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকায় নিয়ে যেতে বলেন। রাকিবকে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন জানান, নোমানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের দু’জনের মাথা ও মুখে গুলির আঘাত রয়েছে।
যুবলীগ নেতা নোমান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমানের ভাই। মাহফুজুর রহমান দাবি করেন, চিহ্নিত সন্ত্রাসী আবুল কাশেম জেহাদী পরিকল্পিতভাবে তাঁর ভাইকে হত্যা করেছে। কাশেম তাঁর সঙ্গে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিল। এর পর থেকে কাশেম তাঁদের হুমকি দিয়ে আসছে।
ঠিকানা/এম