বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
৫ নভেম্বর রোববার মধ্যরাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি বাসা থেকে তাকে ডিবি পরিচয়ে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ডিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, শামসুজ্জামান দুদু ক্যান্টনমেন্ট থানা এলাকায় তার বড় বোনের বাসায় ছিলেন। রোববার দিবাগত রাত ১২টার পরপরই ১৫ থেকে ২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে তাকে নিয়ে যায়।
শামসুজ্জামান দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান জানান, একই সময়ে ওই বাসা থেকে তাদের ব্যবসায়ী ভাগনে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।
ঠিকানা/এনআই