Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী সাজু জয়ী

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে আ.লীগ প্রার্থী সাজু জয়ী ছবি সংগৃহীত



 
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের শাহজাহান আলম সাজু।

নৌকা প্রতীক নিয়ে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭ হাজার ৭৫৭ ভোট। শাহজাহান আলম সাজু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৮ হাজার ৫৫৭ ভোট বেশি পেয়েছেন।

এ ছাড়া লাঙ্গল প্রতীকে অ্যাডভোকেট আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জোয়েল পেয়েছেন ৫৬১ ভোট এবং আম প্রতীকে পিপলস পার্টির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৭৩৯ ভোট।

৫ নভেম্বর রোববার সারা দিন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন জটলা ছিল না। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৭২ ও ভোটকেন্দ্র ১৩২টি।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সাত্তার ভুঁইয়া মৃত্যুবরণ করায় উপনির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে নির্বাচন কমিশন ৫ নভেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স