Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


অভিনেত্রী উরফির বিরুদ্ধে মামলা

অভিনেত্রী উরফির বিরুদ্ধে মামলা ছবি : সংগৃহীত



 
অভিনেত্রী ও মডেল উরফি জাভেদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতের মুম্বাই পুলিশের সম্মান নষ্ট করার চেষ্টার অভিযোগে উরফিসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, উরফির সঙ্গে কথা বলছেন দুইজন পুলিশ কর্মকর্তা। একজন উরফিকে জিজ্ঞাসা করেন, এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?

উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ কর্মকর্তাকে। কিছুক্ষণ বাদানুবাদ চলার পর উরফিকে পুলিশের গাড়িতে তোলা হয়। এই ভিডিও ভাইরাল হতেই উরফির খোঁজে মাঠে নামে পুলিশ। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, পুরো ভিডিওটিই প্রচারে থাকার জন্য উরফি নিজেই বানিয়েছেন। বিষয়টি পূর্বপরিকল্পিত এবং উরফির মস্তিষ্কপ্রসূত। পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য তিন জনকে ভাড়া করা হয়েছিল। যারা কনস্টেবল সেজেছিলেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেয়া হয়েছিল।

পুলিশ বলছে, সোশ্যাল সাইটে ফলোয়ার বাড়াতেই এই কাজ করেছেন উরফি। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের সকলের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে। এর আগে খোলামেলা পোশাক পরে বহুবার বিতর্কের মুখে পড়েছেন উরফি। গত মাসে বান্দ্রা থানায় তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের করা হয়েছিল। তখন উরফি নিজে থেকেই থানায় গিয়েছিলেন।


ঠিকানা/এম

কমেন্ট বক্স