যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বিশ্ববিদ্যালয়ে মার্কিন সিনেটর ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নেওয়া ক্লাস বর্জন করেছেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফিলিস্তিনি শিক্ষার্থীদের ইসরায়েল-বিরোধী বিক্ষোভে বাধা দেওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করেন তারা। ২ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
দ্য হিলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার হিলারি ক্লিনটন এবং কলম্বিয়ার স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের ডিন কেরেন ইয়ারহি-মিলোর ‘শান্তি প্রক্রিয়ায় নারীদের সম্পৃক্ততা’ বিষয়ক একটি লেকচার দেওয়ার কথা ছিল। ওই বক্তব্য শোনার জন্য কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩০০ শিক্ষার্থী উপস্থিত হয়েছিলেন।
ক্লাস লেকচারের অর্ধেক সময় না যেতেই ৩০ জনের মতো শিক্ষার্থী তাদের কম্পিউটার ও ব্যাকপ্যাক গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে যান। এরপর তারা ওই ভবনের লবির কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। সে সময় শিক্ষার্থীরা তাদেরকে নিয়ে বিব্রতকর ভিডিও প্রকাশ করার জন্য স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ করছিল।
মূলত গত ৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের হামলার বিষয়ে একটি বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন বেশ কয়েকজন শিক্ষার্থী। ওই বিবৃতিতে লেখা ছিল ‘যুদ্ধ ও হতাহতের দায় নিঃসন্দেহে ইসরায়েলি চরমপন্থীদের ওপর বর্তায়।’
এরপর ওই বিক্ষোভে উপস্থিত শিক্ষার্থীদের ছবি স্কুলের সামনে একটি ট্রাকের ভিডিও স্ক্রিন প্যানেলে প্রদর্শিত হয়েছিল। ওই সময় স্ক্রিনে প্রদর্শিত শিক্ষার্থীদের ‘কলাম্বিয়ার লিডিং অ্যান্টিসেমাইটস’ বলে উপস্থাপন করা হয়।
বিকেল চারটার দিকে ড. ইয়ারহি-মিলো এবং মিসেস ক্লিনটনের ক্লাস শেষ হয় । বিক্ষোভকারী শিক্ষার্থীরা আশা করছিলেন, শিক্ষকেরা তাদের কাছে আসবেন এবং কথা শুনবেন। কিন্তু ইয়ারহি-মিলো এবং হিলারি ক্লিনটন পাশের দরজা দিয়ে বেরিয়ে যান।
ঠিকানা/এনআই
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
