Thikana News
২৮ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বরের উচ্চতা ৩৮ ইঞ্চি, কনের ৩৭

বরের উচ্চতা ৩৮ ইঞ্চি, কনের ৩৭ ছবি সংগৃহীত
বাগেরহাটে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ৩৮ ইঞ্চি উচ্চতার খর্বাকৃত যুবক আব্বাস শেখ (২৫)। বিয়ের খবর শুনে ওই গ্রামে শত শত লোক তাদের দেখতে ভিড় করেন। ৩ নভেম্বর শুক্রবার বিকেলে খুলনার ডাকবাংলো এলাকার সেলিম গাজীর মেয়ে ৩৭ ইঞ্চি উচ্চতার খর্বাকৃত সোনিয়া খাতুনের (২০) সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দুই পরিবারের সম্মতিতে এক লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয়।

নববিবাহিত আব্বাস শেখ রামপাল উপজেলার শ্রিফলতলা গ্রামের আজমল শেখের ছেলে। তিনি রামপাল সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তার নববিবাহিত স্ত্রী সোনিয়া খাতুন খুলনার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ছোটবেলা থেকেই খর্বাকৃত আব্বাসের উচ্চতা অনেক কম; যার কারণে প্রতিনিয়ত বন্ধুবান্ধব, প্রতিবেশী, সহপাঠী এমনকি আত্মীয়স্বজনদের কাছে হাসিঠাট্টার পাত্র ছিলেন। মানুষের হাসিঠাট্টা ও প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে পড়াশোনা চালিয়ে গেছেন। স্নাতক পাস করে স্নাতকোত্তর সম্পন্ন করার ইচ্ছে রয়েছে তার। স্ত্রীকেও উচ্চশিক্ষিত করার চেষ্টা করবেন আব্বাস শেখ।

আব্বাস শেখ বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অনেকেই আমাকে নিয়ে হাসিঠাট্টা করত। আমাকে দিয়ে কিছুই হবে না। আল্লাহর রহমতে বিয়ে করেছি। শান্তিতে সংসারও করব।

সোনিয়াকে কীভাবে পেলেন - এমন প্রশ্নে আব্বাস বলেন, বছর দেড়েক আগে পরিবারের পক্ষ পছন্দ করে রেখেছিল। চলতি বছরের ২০ অক্টোবর আমার দুই বোন-জামাইসহ আমি সোনিয়াকে দেখতে যাই এবং তাকে আমার পছন্দ হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

আব্বাসের মা নাজমা বেগম বলেন, ছোটবেলায় এক হাতে বই আর এক হাতে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি। অনেক কষ্টে মানুষের কথা শুনে ছেলেকে লেখাপড়া শিখিয়েছি। আমার দুই মেয়ে এবং একমাত্র ছেলে আব্বাস। অনেক কষ্টের ধন আমার, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, শারীরিকভাবে কিছুটা খাটো হলেও আব্বাস একটি সামাজিক ছেলে। বিভিন্ন সামাজিক আচার-অনুষ্ঠানে তাকে অংশগ্রহণ করতে দেখেছি। বিয়েতে আমাকে দাওয়াত করেছিল। তার গায়েহলুদে উপস্থিত ছিলাম। নবদম্পতিকে আমি শুভেচ্ছা জানাই।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স