বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবিপ্রধান হারুন অর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবিপ্রধান বলেন, ‘আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের একটি বাসা থেকে কিছুক্ষণ আগে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’
তার বিরুদ্ধে ২৮ অক্টোবরে সহিংসতায় দায়ের করা একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন অভিযানে থাকা ডিবির একাধিক কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হকসহ চারজনকে।
একই দিন সন্ধ্যায় গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনকে।
ঠিকানা/এনআই