Thikana News
০১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

ভিসা স্থগিতের সিদ্ধান্ত রাজনৈতিক নয় : ওমান দূতাবাস

ভিসা স্থগিতের সিদ্ধান্ত রাজনৈতিক নয় : ওমান দূতাবাস ছবি সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের জন্য ওমানের ভিসা স্থগিত করার কারণ নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কেউ  কেউ বলছেন, পশ্চিমা শক্তির প্রভাবে মধ্যপ্রাচ্যের দেশটি এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারে। এ অবস্থায় ২ নভেম্বর বৃহস্পতিবার ঢাকার ওমান দূতাবাস থেকে কারণ ব্যাখ্যা করে জরুরি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত ‘সাময়িক’। এ সিদ্ধান্ত ‘কোনোভাবেই রাজনৈতিক গতি-প্রকৃতির নয়’।

এতে আরও বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত সংক্রান্ত রয়্যাল ওমান পুলিশের ঘোষণার বিষয়বস্তুর মূল প্রতিপাদ্য ওমানে বিদেশি শ্রমবাজার সংক্রান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিচালনা করা ‘সার্বিক সমীক্ষা পর্যালোচনার’ অংশবিশেষ। ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমভাবে কার্যকর করা হয়েছে এবং সিদ্ধান্তটি প্রকৃতভাবে একটি সাময়িক পদক্ষেপ।

চলমান পর্যালোচনার পরিপ্রেক্ষিতে পুনরায় ভিসা দেওয়ার কার্যক্রম শুরুর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, দেশটি খুব শিগগির ভিসা খুলে দেবে। এ ছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভিসা পেয়েছেন, তারা যেতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার এক ঘোষণায় ওমান জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য যেকোনো ধরনের ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে। তবে এ ঘোষণায় কোনো কারণ উল্লেখ করা হয়নি। এ নিয়ে আলোচনার মধ্যেই বৃহস্পতিবার ঢাকায় ওমান দূতাবাস তাদের অবস্থান স্পষ্ট করে।

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, বিষয়টা খুব আকস্মিক। আমাদের দূতাবাসকেও আগে জানায়নি। হঠাৎ করেই ঘোষণাটা এসেছে। তবে এসব ব্যাপারে আগেও অনেক দেশকে দিয়েছে, কদিন পরে ভিসা দেওয়া শুরু করে।

তিনি বলেন, গত বছর ১ লাখের বেশি কর্মী গেছে। এদের অনেক আদম ব্যবসায়ী পাঠিয়ে দিয়েছে। ঠিকমতো চাকরির ব্যবস্থা করেনি। এসব দুর্ঘটনার কারণে হয়তো ওরা বন্ধ করেছে। এটা চিরস্থায়ী নয়। আমরা ওদের সঙ্গে আলোচনা করছি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী শাহরিয়ার এ বিষয়ে ‘প্রতিশ্রুতি’ পাওয়ার কথা জানিয়ে বলেন, অসুবিধে নেই। এটা চিরস্থায়ী নয়। দক্ষিণ এশিয়ার আরেকটি দেশকে করা হয়েছিল, মাস দুয়েক পরে উঠিয়ে নিয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স