Thikana News
০৬ ফেব্রুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫

বিশ্বে স্বর্ণ মজুতে কততম অবস্থানে বাংলাদেশ

বিশ্বে স্বর্ণ মজুতে কততম অবস্থানে বাংলাদেশ ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এ প্রতিবেদনে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে স্বর্ণ মজুতের একটি হিসাব প্রকাশ করেছে। এতে ১৪ টন স্বর্ণের মজুত নিয়ে বিশ্বে ৬৬তম স্থানে অবস্থান করেছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির তথ্যমতে, ৮১৩৩ দশমিক ৫০ টন স্বর্ণ রিজার্ভ করে বিশ্বের সবচেয়ে ওপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীর ব্যাংক। এর পরেই অবস্থানে রয়েছে জার্মানি। তাদের প্রায় ৩ হাজার ৩৫৫ টন স্বর্ণ মজুত আছে। তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। তাদের হাতে রয়েছে ২ হাজার ৪৫২ টন স্বর্ণ। রাশিয়া, চীন ও সুইজারল্যান্ড যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকার করেছে।

বিদেশি মুদ্রার সঞ্চায়ন বহুমুখীকরণে বিশ্বের অধিকাংশ দেশ স্বর্ণ মজুত করে রাখে। সেই ধারাবাহিকতায় ১২ বছর আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ১০ টন স্বর্ণ সংগ্রহ করে বাংলাদেশ ব্যাংক। যা এখন দাঁড়িয়েছে ১৪ টনে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানায়, বাংলাদেশে ১৪ টন স্বর্ণ মজুত রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভের যা ২ দশমিক ৬০ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক জানায়, এ মজুত স্বর্ণের ৪২ শতাংশই আছে ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে। যার পরিমাণ প্রায় ৫ হাজার ৮৭৬ কেজি। এছাড়া লন্ডনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এইচএসবিসি ব্যাংকে রয়েছে ৪১ শতাংশ। বাকি ২ হাজার ৩৬২ কেজি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ভল্টে রক্ষিত আছে। গত ৩০ জুন রিজার্ভে থাকা স্বর্ণের বাজারমূল্য ছিল ৭ হাজার ৬৬০ কোটি টাকা।


ঠিকানা/এম

কমেন্ট বক্স