Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

মেসি-রোনালদোর যুগ শেষ, সময় এখন হলান্ডের : রুনি

মেসি-রোনালদোর যুগ শেষ, সময় এখন হলান্ডের : রুনি ছবি : সংগৃহীত
লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্ব ফুটবল মঞ্চে সবচেয়ে চর্চিত দুই নাম। বছরের পর বছর ফুটবলের আঙিনায় আলো ছড়িয়েছেন। একজন আরেক জনের চিরপ্রতিদ্বন্দ্বীও বটে। কালের বিবর্তনে তারা হয়ে উঠেছেন মহাতারকা। সময়ের ব্যবধানে তাদেরও দ্যুতিও কমেছে। 

তবে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েইন রুনির দাবি, এই দুই ফুটবল সেনসেশনের সময় শেষ, এখন রাজত্ব করার সময় ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের। সাবেক এই ইংলিশ ফরোয়ার্ডের ভাষ্য, এখন সময়ের সেরা হলান্ড।

সম্প্রতি ইংলিশ ও ইউনাইটেডের এই গ্রেট দ্য টাইমসের কলামে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন। এতে তিনি, মেসি ও রোনালদো থেকে সাম্প্রতিক সময়ের উঠতি তারকা হলান্ডকে এগিয়ে রাখছেন।

ডিসি ইউনাইটেডের এই কোচের ভাষ্য, এই মুহূর্তে সে (হল্যান্ড) বিশ্বের সেরা ফুটবলার। লিওনেল মেসি সর্বকালের সেরা, কিন্তু এ মুহূর্তে কেউই হলান্ডের চেয়ে ভালো খেলছে না। সে (হলান্ড) যে পর্যায়ে পৌঁছেছে, তাতে আমি বিস্মিত। যে পরিমাণ গোল সে করছে, যে পারফরম্যান্স সে মেলে ধরছে এবং যে মানসিকতা দেখাচ্ছে, তাতে সে বিশ্বসেরা।


ঠিকানা/এম

কমেন্ট বক্স