Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে স্বীকৃতি পেল বাংলাদেশ

বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে স্বীকৃতি পেল বাংলাদেশ ছবি : সংগৃহীত



 
বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ভারতের দিল্লীতে ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের হাতে এই স্বীকৃতির সনদপত্র তুলে দেওয়া হয়। ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পুনম খেত্রপাল এই সনদপত্র তুলে দেন। 

এ বিষয়ে আজ ৩১ অক্টোবর (মঙ্গলবার) জাহিদ মালেক বলেন, ‘আগে বাংলাদেশ ফাইলেরিয়া ও পোলিও নির্মূল করে সনদ পেয়েছিল। এবার বিশ্বের প্রথম দেশ হিসেবে কালাজ্বর নির্মূলে সনদ পেল। এটি একটি জাতিগত প্রশংসিত অর্জন। এ অর্জনে দেশের স্বাস্থ্য খাতসহ আমরা সবাই গর্বিত।’

স্বাস্থ্যমন্ত্রী ডব্লিউএইচওর মহাপরিচালক ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


ঠিকানা/এম

কমেন্ট বক্স