Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

হরতাল নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি

হরতাল নিয়ে ডিএমপি কমিশনারের হুঁশিয়ারি ছবি সংগৃহীত
হরতালের নামে নৈরাজ্য করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

২৮ অক্টোবর শনিবার রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন (ব্রিফিং) ডেকে এ কথা বলেন মহানগর পুলিশ কমিশনার।

পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীদের হামলা ও শনিবারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, রোববার (২৯ অক্টোবর) হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে ডিএমপি ব্যবস্থা নেবে। হরতালের নামে মানুষের জানমালের ক্ষতি করলে পুলিশ আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।

তিনি বলেন, হরতাল পালন করা একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু হরতালের নামে নৈরাজ্য সৃষ্টি করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় পুলিশ সদস্যদের উপস্থিতিতে এমন হট্টগোল কেন হলো এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, সেখানে আমাদের পর্যাপ্ত ফোর্স ছিল। তবে বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে সহিংসতা করেছে।

সাংবাদিকদের ওপর হামলার ছবি থাকলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিকরা পুলিশ ও জনগণের বন্ধু। ব্যস্ততার কারণে হামলার বিষয়টি জানা হয়নি। তবে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স