মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে সারা দেশে আগামীকাল ২৯ অক্টোবর (রবিবার) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। বেলা ৩টার দিকে নয়াপল্টনের মহাসমাবেশস্থলের মঞ্চ থেকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলের মিডিয়া সেল থেকে এই তথ্য প্রচার করা হয়।
ওদিকে হামলা ও সংঘর্ষের কারণে সমাবেশের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পল্টন, বিজয়নগর, নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের এলাকায় বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এছাড়া শান্তিনগরসহ কয়েকটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
