Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


বিশাল মিছিল নিয়ে শাপলা চত্বরে জামায়াত, ‘হতভম্ব’ পুলিশ

বিশাল মিছিল নিয়ে শাপলা চত্বরে জামায়াত, ‘হতভম্ব’ পুলিশ ছবি : সংগৃহীত



 
হঠাৎ ফকিরাপুল মোড় থেকে বিশাল মিছিল নিয়ে শাপলা চত্বরে প্রবেশ করেছে জামায়াতের নেতাকর্মীরা। এতে দায়িত্বরত পুলিশ সদস্যরা হতভম্ব হয়ে যায়। সবদিক থেকে আটকে রাখার পরও এত বিশাল মিছিল নিয়ে কীভাবে জামায়াত শাপলা চত্বরে প্রবেশ করলো তা নিয়ে নিজেদের মধ্যেই আলোচনা করছেন পুলিশ সদস্যরা।

ফকিরাপুল মোড় থেকে জামায়াতের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিনা বাধায় আরামবাগের দিকে চলে যায়। দায়িত্বরত এডিসিও পুলিশ সদস্যদের কোনো প্রকার বাধা প্রদানে বিরত থাকতে নির্দেশ দেন।

এর আগে পুলিশের মৌখিক অনুমতি মিলেছে দাবি করে আরামবাগে মহাসমাবেশের প্রস্তুতি নেয় জামায়াত। সমাবেশের মঞ্চ তৈরির জন্য ট্রাক আনা হয় সেখানে। নটরডেম কলেজের সামনে মাইক স্থাপনের কাজ করতেও দেখা গেছে তাদের। দলটির কর্মীদের হাতে ৬-৭টি বড় মাইক দেখা গেছে।


ঠিকানা/এম

কমেন্ট বক্স