সারা দেশ থেকে আসা বিএনপির নেতাকর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে যুবলীগের নেতাকর্মীরা লাঠি হাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন।
২৭ অক্টোবর শুক্রবার সকাল থেকে ‘জামায়াত-বিএনপির নৈরাজ্য’ ঠেকাতে প্রতিরোধ, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে লাঠি হাতে সাভার থানা স্ট্যান্ডের পাশে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাভার পৌর, সাভার থানা ও আশুলিয়া থানা যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজান, সাভার থানা যুবলীগের সভাপতি ফয়সাল, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারকে লাঠি হাতে অবস্থান নিতে দেখা গেছে।
লাঠি হাতে মহাসড়কের পাশে অবস্থানের বিষয়ে কবির হোসেন সরকার বলেন, জামায়াত-বিএনপি যাতে কোনো নৈরাজ্য করতে না পারে, সে জন্য লাঠি হাতে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি। দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হবে। তবে এখন পর্যন্ত রাস্তায় কোনো জামায়াত-বিএনপির উপস্থিতি পাওয়া যায়নি।
এ ছাড়া অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন পৌর যুবলীগ নেতা শেখ সাইদ, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক রাসেল মাদবরসহ নেতাকর্মীরা।
এদিকে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ঢাকায় মহাসমাবেশকে কেন্দ্র করে সাভার-আশুলিয়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়ে আটক করছে। পাশাপাশি সমাবেশে যাতে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হতে না পারে, সে জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশির নামে বাধা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পুলিশের পাশাপাশি বিএনপির সমাবেশে লোক সমাগম ঠেকাতে আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা মহাসড়কে লাঠিসোটা হাতে অবস্থান নিয়েছে। একটি স্বাধীন দেশে গণতান্ত্রিক উপায়ে সভা সমাবেশ করার অধিকার থাকলেও আজকে সেই অধিকার থেকে আমরা বঞ্চিত।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, লাঠি হাতে অবস্থানের বিষয়টি আমার জানা নেই।
প্রসঙ্গত, ২৮ অক্টোবর শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকার পতনের এক দফা দাবিতে সমাবেশ করবে বিএনপি। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পাল্টা সমাবেশ করবে আওয়ামী লীগ। এ ছাড়া অনুপতি না পেলেও জামায়াত মতিঝিল শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


