Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

কুইন্স প্যালেসে জারিন মাইশার সংগীতসন্ধ্যা ২৯ অক্টোবর

কুইন্স প্যালেসে জারিন মাইশার সংগীতসন্ধ্যা ২৯ অক্টোবর
আগামী ২৯ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় কুইন্স প্যালেসে জারিন মাইশার উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে প্রবাসে নতুন প্রজন্মের ও প্রতিশ্রুতিশীল সঙ্গীত ও নৃত্যশিল্পী জারিন মাইশার একক সঙ্গীতসন্ধ্যা। ‘সুরের খেয়ায় স্বর্ণালী সন্ধ্যা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করেছে শোটাইম মিউজিক অ্যান্ড প্লে। 
উল্লেখ্য, বহুমুখী প্রতিভার অধিকারী জারিন মাইশার জন্ম নিউইয়র্কে। মা নার্গিস রহমান ও বাবা সৈয়দ মিজানুর রহমান বাঙালি কমিউনিটিতে সবার প্রিয় মুখ। মাইশার বেড়ে ওঠা আমেরিকায় হলেও বাংলা শিল্প, সংস্কৃতি ও সাহিত্যের মধ্যে নিজের পরিচয় খুঁজে বেড়ান তিনি। 
মাত্র চার বছর বয়সে বিপায় গান শেখা শুরু করেন মাইশা। শুরুতে গানের শিক্ষক ছিলেন নিলোফার জাহান, এখন শিখছেন সেলিমা আশরাফের কাছে। মাইশা নাচ শিখেছেন বিপার অন্যতম প্রতিষ্ঠাতা অ্যানি ফেরদৌসের কাছে। আবৃত্তি বিষয়ক কোর্স করেছেন ইভান চৌধুরীর কর্মশালায়। নাগরিক নাট্যাঙ্গনের হয়ে জামাল উদ্দিন হোসেনের নির্দেশনায় পাঁচটি মঞ্চ নাটকেও অভিনয় করেছেন। নানা বিষয়ে, বিভিন্ন সংগঠনের একাধিক পুরস্কার পেয়েছেন মাইশা।

কমেন্ট বক্স