Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

নিউইয়র্ক সিটির বিশেষায়িত হাইস্কুলের পরীক্ষা ৮ নভেম্বর

নিউইয়র্ক সিটির বিশেষায়িত হাইস্কুলের পরীক্ষা ৮ নভেম্বর





 
নিউইয়র্ক সিটির বিশেষায়িত হাইস্কুলের ভর্তি পরীক্ষা (এসএইচএসএটি) অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর। যারা সিটির পাবলিক স্কুলে পড়ালেখা করছেন, তাদেরকে নিউইয়র্ক সিটির ওইদিন পরীক্ষা দিতে হবে। যারা সিটির প্রাইভেট ও ক্যাথলিক স্কুলে লেখাপড়া করছেন, তাদের পরীক্ষা হবে এর এক সপ্তাহ পর। নিউইয়র্ক সিটির বিশেষায়িত হাইস্কুলে পরীক্ষাগুলো সাধারণত অনুষ্ঠিত হয় লম্বা সময় ধরে। এখানে ম্যাথে ৫৭টি ও ইংলিশে ৫৭টি প্রশ্ন থাকে। এর মধ্যে ১৪টি প্রশ্ন তারা বাদ দেবে। কোন ১৪টি তারা বাদ দেবে, এটা কেউ জানে না। তবে একজন পরীক্ষার্থীকে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে।
এ ব্যাপারে মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন বলেন, আমরা এখন যারা সিটির বিশেষায়িত হাইস্কুলে পরীক্ষা দেবে, তাদের প্রস্তুত করছি। আমরা সামারের আগে থেকে তাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। সপ্তাহে চার দিন ক্লাস হচ্ছে। তারা এখন পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত বলা যায়।
তিনি বলেন, এ বছর আমাদের এখান থেকে ৭০ জনের বেশি স্টুডেন্ট বিশেষায়িত হাইস্কুলের পরীক্ষায় অংশ নেবে। আমরা তাদেরকে সম্পূর্ণভাবে প্রস্তুত করেছি। তারা এখন টেস্টগুলো দিচ্ছে। মক টেস্টের মাধ্যমে তারা অনেক কিছুই শিখতে পারছে।
মামুন আরও বলেন, আমার পরামর্শ যেসব অভিভাবক তার সন্তানের জন্য বিশেষায়িত হাইস্কুলের পরীক্ষার বইটি এখনো ডাউনলোড করেননি কিংবা সংগ্রহ করেননি, তারা সেটি সংগ্রহ করবেন এবং প্র্যাকটিস করাবেন। এটি মক পরীক্ষার। সেখানে টেস্টের নমুনা আছে। সেসব টেস্ট অনুসরণ করলে স্টুডেন্টদের ভালো করার সম্ভাবনা আছে। যারা এখনো প্র্র্যাকটিস শুরু করেনি, তাদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা যেতে পারে। কারণ এটি কমপক্ষে ছয় মাস কিংবা এক বছর আগে থেকে শুরু করা প্রয়োজন। সেটি করা হলে স্টুডেন্টদের ভালো করার সুযোগ থাকে।

তিনি বলেন, আমরা ২২ অক্টোবর জ্যাকসন হাইটস শাখায় আগামী ৮ নভেম্বর যারা বিশেষায়িত হাইস্কুল পরীক্ষা এসএইচএসএটি পরীক্ষা দেবে তাদেরকে প্রস্তুত করছি, তাদের অভিভাবকদের সঙ্গেও আমরা বৈঠক করেছি। তাদেরকে বলেছি কীভাবে ফর্ম পূরণ করতে হবে। স্কুলগুলো কেমন করে পছন্দ করতে হবে। একজন স্টুডেন্ট যদি তার স্কুল ঠিকমতো পছন্দ করতে পারে, তাহলে তার পাস করার সুযোগ অনেক বেড়ে যায়। সবাই যদি সেরাটি এক নম্বর পছন্দ দেয়, তখন দেখা যায় কঠিন হয়ে যায়। কিন্তু টেকনিক করে সে যদি সিরিয়ালটি একটু ভিন্নভাবে করে, তাহলে সুযোগ বেড়ে যায়। শেখ আল মামুন বলেন, স্টুডেন্টরা অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। সন্তানকে পর্যাপ্ত সময় দিন এবং সহযোগিতা করুন।
 

কমেন্ট বক্স