নিউইয়র্কে উপজেলাভিত্তিক আঞ্চলিক সংগঠন সদ্বীপ সোসাইটির নির্বাচন আগামী ২৯ অক্টোবর রোববার। এদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ২৯ অক্টোবর সন্দ্বীপ ব্রুকলিনের ১৭৯ স্ট্রিটের কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ৫০২৪জন। নির্বাচনে ফিরোজ-ফয়সাল-আমজাদ এবং ফিরোজ-আলমগীর প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
উল্লেখ্য, প্রায় চার বছর পর সন্দ্বীপ সোসাইটির নিবাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রবাসের অন্যতম বড় আঞ্চলিক সংগঠন হলেও এবারের নির্বাচনে প্রচার-প্রচারণায় কোনো উত্তাপ নেই।
‘ফিরোজ-আলমগীর’ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি- ফিরোজ আহমেদ, সিনিয়র সহ সভাপতি- মনজুর কাদের (সোহাগ), সহ সভাপতি- আব্দুল মান্নান, আলমগীর হোসাইন ও আব্দুস সালাম লাবু, সাধারণ সম্পাদক- মোহাম্মদ হোসাইন আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক- ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ জসিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক- আলাউদ্দিন ফারুক, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ- মুহাম্মদ সোহেল, সমাজ কল্যাণ ও বিনোদন সম্পাদক- নাজিম উদ্দিন সুজন, শিক্ষা ও সাহিত্য সম্পাদক- ফরহাদ হোসেন, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক- নাজিম উদ্দিন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্পাদক- মুহাম্মদ আরিফ, প্রচার সম্পাদক- ইমরুল হাসান আরফান, দপ্তর সম্পাদক- আজমীর হোসাইন, মূলধারা ও আইন বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আরিফুজ্জামান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক- রেহান উদ্দিন সোহেল।
‘ফয়সল-আমজাদ’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি- এমলাক হোসেন ফয়সল, সিনিয়র সহ সভাপতি- ম. ইসলাম সাহাব উদ্দীন, সহ সভাপতি- ফসিউল আলম, মেজবাহ উদ্দীন মনির ও মোহাম্মদ রেদাউসুল হক (ডা. পারভেজ), সাধারণ সম্পাদক- মোহাম্মদ আমজাদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক- মোহাম্মদ কাউসার সর্দার, সহ সাংগঠনিক সম্পাদক- সাফায়েত হোসেন, কোষাধ্যক্ষ- রিদওয়ানুল বারী, সহ কোষাধ্যক্ষ- দেলোয়ার হোসাইন মাকসুদ, সমাজ কল্যাণ ও বিনোদন সম্পাদক- পাশা মওলা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক- মোহাম্মদ জামসেদ উদ্দীন, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক- মনির উদ্দিন, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সম্পাদক- মেরাজুল আমিন (ইব্রাহীম), প্রচার সম্পাদক- মোহাম্মদ এ আজাদ সেলিম), দপ্তর সম্পাদক- মোহাম্মদ আব্দুল করিম (ভুট্টো), মূলধারা ও আইন বিষয়ক সম্পাদক- মাঈন উদ্দিন দিদার এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক- কাজী আলতাফ হোসাইন ফয়সাল।