Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


নতুন মার্কিন স্পিকার মাইক জনসন

নতুন মার্কিন স্পিকার মাইক জনসন ছবি সংগৃহীত



 
মার্কিন হাউসের নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক জনসন। মার্কিন কংগ্রেসের ৫৬তম স্পিকার হলেন তিনি।

২৫ অক্টোবর বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, লুসিয়ানার রিপাবলিকান মাইক জনসনকে আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসের স্পিকার ঘোষণা করা হয়েছে। তিনি মোট ২২০ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট হেকিম জেফ্রিজ পেয়েছেন ২০৯ ভোট।

গত ৩ অক্টোবর কেভিন ম্যাককার্থি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে হাউসটি স্পিকার ছাড়াই ছিল এবং প্রতিনিধি পরিষদ স্পিকার ছাড়া পরিচালিত হওয়ায় কোনো বিল পাস করতে পারেননি সদস্যরা। ম্যককার্থি পদচ্যুত হওয়ার ২২ দিন পর  হাউসটির স্পিকার হলেন মাইক জনসন।

গত ২৪ অক্টোবর মঙ্গলবার দলের তিন দফা ভোটাভুটির পর মাইক জনসনকে স্পিকার প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়। রিপাবলিকান কনফারেন্সের চেয়ারম্যান এলিস স্টেফানিক স্পিকার নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মাইক জনসনের নাম ঘোষণা করেন।

এদিকে কট্টর ডানপন্থী রিপাবলিকানরা মাইক জনসনকে কট্টর রক্ষণশীল এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুগত হিসেবে দেখেন। অন্যদিকে মধ্যপন্থী রিপাবলিকানরা তাকে বাস্তববাদী নেতা হিসেবে দেখেন, যিনি এখনো আইন পাস করার সময় রক্ষণশীল মূল্যবোধ বজায় রাখবেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স