Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


দেশে ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু প্রতীকী ছবি



 
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫২ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৫৪৬ জন। আর চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৮৪ জন।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ৪২৭ জন ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ৪২৫ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ২ হাজার ১০৬ জন ঢাকার এবং ৫ হাজার ৪৪০ জন ঢাকার বাইরে। দেশে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন। তাদের ৯৬ হাজার ৪১১ জন ঢাকায় এবং ১ লাখ ৬২ হাজার ৫০১ জন ঢাকার বাইরে।


ঠিকানা/এম

কমেন্ট বক্স