Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


‘ব্যালন ডি’অর জিতবেন মেসি’

‘ব্যালন ডি’অর জিতবেন মেসি’ ফাইল ছবি



 
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার হিসেবে ধরা হয় ব্যালন ডি’অরকে। আগামী ৩০ অক্টোবর ২০২২-২৩ মৌসুমের জন্য ঘোষণা করা হবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিজয়ীর নাম। তবে ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর পুরস্কার পাচ্ছেন ফুটবল মহাতারকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। এ বিষয়টি নিশ্চিত করেছে এলএমটেন এর স্বদেশি গণমাধ্যম মিডিয়া ডবল অ্যামারিলা। ৩০ অক্টোবর (মঙ্গলবার) ইতালিয়ান জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্রাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। আর্জেন্টাইন গণমাধ্যমের বরাত দিয়ে রোমানো জানিয়েছেন, ৩০ অক্টোবর রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর পুরস্কার মেসির হাতেই উঠবে।


মিডিয়া ডবল অ্যামারিলা নিশ্চয়তা দিয়ে লিখেছে, লিওনেল মেসিই হবেন ব্যালন ডি’অর বিজয়ী। আমরা নিশ্চিত করতে পারি যে, মেসি ৮ম ব্যালন ডি’অর জেতার জন্য সব ঠিকঠাক আছে। তাছাড়া মেসির ক্যাম্প এবং ইন্টার মায়ামি ইতিমধ্যেই প্যারিসের জন্য ফ্লাইট বুক করেছে। এর আগে, স্প্যানিশ সংবাদ মাধ্যম দারিও স্পোর্তও দাবি করেছে যে, ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন লিওনেল মেসি। আগামী ৩০ তারিখে আর্জেন্টাইন মহাতারকার হাতেই উঠবে এই মর্যাদাকার পুরস্কার। গতবছর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতিয়ে আর্লি হলান্ড ও কিলিয়ান এমবাপ্পেদের পেছনে ফেলেছেন সাতবারের ব্যালন জয়ী। 



ঠিকানা/এম

কমেন্ট বক্স