এই আর্থিক তহবিলের মূল লক্ষ্য, সিলিকন ভ্যালি, সিয়াটল ও বস্টনের মতো প্রচলিত হাবের বাইরেও অন্যান্য প্রযুক্তি হাবকে সুযোগ দেয়া। যুক্তরাষ্ট্রের উদ্ভাবন বাড়ানোর লক্ষ্যে তৈরি এক প্রকল্পের জন্য ৩১টি আঞ্চলিক প্রযুক্তি হাবকে বাছাই করেছে বাইডেন প্রশাসন। ২৩ অক্টোবর (সোমবার) যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ৫০ কোটি ডলারের ফেডারেল তহবিলের জন্য আবেদন করেছিল ৩৭০টি প্রযুক্তি হাব, যাদের মধ্যে ৩১টি বাছাই করেছে তারা।
মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো বলেন, এই আর্থিক তহবিলের মূল লক্ষ্য, সিলিকন ভ্যালি, সিয়াটল ও বস্টনের মতো প্রচলিত হাবের বাইরেও অন্যান্য প্রযুক্তি হাবকে সুযোগ দেয়া।
“ওইসব প্রযুক্তিগত ইকোসিস্টেম কেবল যুক্তরাষ্ট্রের কয়েকটি জায়গার ওপর মনযোগ দিয়েছে।” --বলেন রাইমন্ডো। তাতে আমাদের দেশের পুরো সম্ভাবনা ফুটে ওঠে না…আর ভালো আইডিয়া দিয়ে তারা বাজারকেও কোনঠাসা করে না।”
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ প্রকল্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার অংশ, যা ইভি ব্যাটারি, সেমিকন্ডাক্টর ও পরিবেশবান্ধব জ্বালানীর মতো খাতে আরও বেশি বিনিয়োগ আকৃষ্ট করবে।
হোয়াইট হাউজের ‘ন্যাশনাল ইকোনমিক ডিরেক্টর’ লায়েল ব্রেইনার্ড বলেন, এই আঞ্চলিক প্রযুক্তিগত প্রকল্পের সহায়তায় ‘দেশের প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলোতে বিনিয়োগ বেড়ে যাওয়ার’ সম্ভাবনা আছে।
এ মাসে যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে সাতটি ‘হাইড্রোজেন হাব’ তৈরির ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন, যেখানে এই উদীয়মান খাতের পেছনে সাতশ কোটি ডলার বিনিয়োগ করছে দেশটি।
বাইডেন প্রশাসনের প্রস্তাবিত এইসব প্রযুক্তি হাবের সম্ভাব্য অবস্থান মন্টানা, উইসকনসিন, নিউ ইয়র্ক, ভারমন্ট, নেভাদা, ইলিনয়েস অঙ্গরাজ্য ও ক্যারাবীয় দেশ পুয়ের্তো রিকোয়। এ ছাড়া, সেমিকন্ডাক্টর, পরিবেশবান্ধব জ্বালানী, গুরুত্বপূর্ণ খনিজ, বায়োপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করা অঞ্চলগুলোকেও এই আর্থিক তহবিলের বিবেচনায় রেখেছে দেশটি।
“ভালো চাকরি পেতে লোকজনের বাসা বদলে অন্য কোথাও যাওয়া উচিৎ না।” --বলেন রাইমন্ডো। তিনি আরও বলেন, বেশিরভাগ প্রযুক্তি হাবের অবস্থানই ছোট শহরগুলোয়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রজন্মের এয়ারক্রাফট তৈরির জন্য নতুন উপাদান বিকাশে কাজ করবে ওয়াশিংটন ও আইডাহো অঙ্গরাজ্যের হাবগুলো। অন্যদিকে, কৃষি ও পাইপলাইন খাতে বাণিজ্যিকভাবে স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরির দিকে মনযোগ দেবে ওকলাহোমা। আর উইসকনসিন অঙ্গরাজ্যে তৈরি হবে ‘পার্সোনালাইজড’ মেডিসিন। তবে, হাবের মনোনয়ন পেলেই ফেডারেল তহবিল পাওয়া যাবে, বিষয়টি এমন নয়।
রাইমন্ডো বলেন, আগামী বছর ওই ৩১টি প্রযুক্তি হাবের মধ্যে ৫-১০টিকে সাড়ে সাত কোটি ডলার করে অনুদান দিতে পারে প্রশাসন।
২০২২ সালের অগাস্টে এই ৫০ কোটি ডলারের প্রকল্পে অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। আর এটি ছিল যুগান্তকারী ‘চিপ্স অ্যান্ড সায়েন্স’ আইনের অংশ, যেখানে চীনের সঙ্গে প্রতিযোগিতার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদন ও গবেষণার জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচ হাজার দুইশ কোটি ডলার।
এ বছর মার্কিন কংগ্রেসকে আঞ্চলিক প্রযুক্তি হাবের জন্য বাড়তি চারশ কোটি ডলার তহবিল দেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। তবে, এই অর্থবছরের সামগ্রিক বাজেটে এখনও অনুমোদন দেয়নি কংগ্রেস।
ঠিকানা/এসআর