Thikana News
২১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২১ জুলাই ২০২৫

কনটেইনারবাহী ট্রেন সিগন্যাল না মানায় দুর্ঘটনা

কনটেইনারবাহী ট্রেন সিগন্যাল না মানায় দুর্ঘটনা ছবি সংগৃহীত
কনটেইনারবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে স্টেশনে প্রবেশ করায় কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বাংলাদেশ রেলওয়ে পূর্ব বিভাগের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, মালবাহী ট্রেন সিগন্যাল অমান্য করে স্টেশনে ঢুকে পড়ে। যার কারণে এ ঘটনা হয়। এরই মধ্যে চালক, সহকারী চালক এবং ট্রেনের পরিচালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

এদিকে দুর্ঘটনার কারণ উদ্‌ঘাটনে দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেল বিভাগ। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

রেলের চার সদস্যের ঢাকা বিভাগীয় তদন্ত কমিটির নেতৃত্বে থাকছেন ঢাকার বিভাগীয় পরিবহন কর্মকর্তা। এ ছাড়া সদস্য হিসেবে থাকবেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকোমেটিভ, বিভাগীয় প্রকৌশলী-১ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী।

অন্যদিকে চট্টগ্রাম বিভাগেও পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন রেলের সিওপিএস মো. শহিদুল ইসলাম। তার সঙ্গে সদস্য হিসেবে থাকছেন চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার আরমান হোসেন, সিএসপি তুষার এবং চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে যাত্রীবাহী এগারসিন্ধুর এক্সপ্রেসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনারবাহী ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবারের এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ঢাকা থেকে একটি কনটেইনারবাহী ট্রেন ভৈরব বাজার স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্ধুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। কনটেইনারবাহী ট্রেনটি জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্ধুর ট্রেনকে আঘাত করে।’

এ ঘটনায় রাজধানী ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স