Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের
ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার সকাল থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবরোধ শুরু হয়ে এখনো চলছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বে-ফুট নামক একটি কারখানায় ভাঙচুর চালায়।

মৌচাক পুলিশ ফাঁড়ির ওসি মো. শহিদুল ইসলাম বলেন, শতশত শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। যেসব কারখানার শ্রমিকরা আন্দোলনে অংশ না নিয়ে কাজ করছিলেন তাদেরকেও কারখানা থেকে বের করে আনা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।

সরেজমিনে দেখা যায়, জয়দেবপুরের বাইপাস সড়ক থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকার পেপসি ফ্যাক্টরি গেট সংলগ্ন এলাকায় লাঠি-সোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছেন শতশত শ্রমিক।

শ্রমিকরা জানায়, বর্তমান বেতন দিয়ে সংসার চলে না। ঘর ভাড়া দিয়ে তিনবেলা পুষ্টিকর খাবার কেনার সামর্থ্য নেই। বর্তমান বাজার বিবেচনায় মাসিক ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা করার দাবি জানায় তারা।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স