টেলিভিশন সাংবাদিক স্বামী আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রচার মাধ্যমে এক নারী সহকর্মীকে অশ্লীল মন্তব্য করায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে ২০ অক্টোবর একটি ফেসবুক পোস্টে দেন মেলোনি।
স্বামী ও তার একমাত্র সন্তানের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে আমার সম্পর্ক প্রায ১০ বছর চলছিল। আমরা বছরগুলো একসাথে চমৎকার কাটিয়েছি। আমরা যে অসুবিধার মধ্যদিয়ে গিয়েছিলাম তার জন্য এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি আমাদের কন্যা জিনেভরাকে দেয়ার জন্য তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমাদের একসঙ্গে চলা এখন আর সম্ভব হচ্ছে না। এখানেই তার সঙ্গে সম্পক ইতি টানতে চাচ্ছি। আমাদের পথ কিছু সময়ের জন্য ভিন্ন হয়েছে এবং এটি স্বীকার করার সময় এসেছে।
ঠিকানা/এম