Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ড. ইউনূসের সঙ্গে ইসরায়েলকে জড়িয়ে গুজব!

ড. ইউনূসের সঙ্গে ইসরায়েলকে জড়িয়ে গুজব! ছবি সংগৃহীত
সম্প্রতি ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে নানা ধরনের গুজবে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। ২০ অক্টোবর শুক্রবার ফেসবুকে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ও ইসরায়েলকে নিয়ে এমন একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। একাধিক ফেসবুক প্রোফাইল, পেজ এবং গ্রুপ থেকে ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে।

বাংলাদেশের জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার ফটোকার্ড ব্যবহার করে এ গুজব ছড়ানো হয়। ফটোকার্ডে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটি দাবি করা হয়। সেখানে দাবি করা হয়েছে, ‘নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ইসরায়েল তার আত্মরক্ষার অধিকার রাখে।’

ডেইলি স্টার কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা বলেছে, ডেইলি স্টারের পক্ষ থেকে এমন বক্তব্য সংববলিত কোনো ফটোকার্ড শেয়ার করা হয়নি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স