Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

দেশে ডেঙ্গুতে আক্রান্ত আড়াই লাখ ছাড়াল

দেশে ডেঙ্গুতে আক্রান্ত আড়াই লাখ ছাড়াল ফাইল ছবি
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২০ দিনে ডেঙ্গুতে ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫১ হাজার ১০১ জন। আর চলতি মাসে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৩৭ জন। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৫৫৪ জন।

২০ অক্টোবর শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময়ের মধ্যে ঢাকায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪২৪ জনের। ঢাকার বাইরে শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৪ জনের। আর গত ২৪ ঘণ্টায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ঢাকায় ৪২৪ এবং ঢাকার বাইরে ১ হাজার ২৪৫ জন।

নতুন শনাক্তসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ১০১। এর মধ্যে ঢাকায় ৯৪ হাজার ৬১৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন। এখন পর্যন্ত ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২ লাখ ৪১ হাজার ৮৭২। আর হাসপাতালে ভর্তি আছেন ৮ হাজার ৩ জন।

সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭৯ হাজার ৫৯৮। এ সময় ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৭১ হাজার ৯৭৬। আর মৃত্যু হয় ৩৪২ জনের। জুলাই মাসে আক্রান্ত হন ৪৩ হাজার ৮৫৪ জন। এ মাসে ২০৪ জনের মৃত্যু হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স