Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  আট নেতাকে শোকজ 

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  আট নেতাকে শোকজ 



 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে আবার গৃহদাহ শুরু হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকে পাশ কাটিয়ে সভা করায় সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সিনিয়র আট নেতাকে শোকজ করেছেন সংগঠনের  সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। 
শোকজপ্রাপ্তরা হলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান, জনসংযোগ সম্পাদক কাজী কয়েস, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কার্যকরী সদস্য হিন্দাল কাদির বাপ্পা ও আতাউল গণি আসাদ। 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক সংবাদ বিজপ্তিতে বলা হয়- শোকজপ্রাপ্তরা গত ১৬ অক্টোবর সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককেক না জানিয়ে সংগঠনের ব্যানার ব্যবহার করে মতবিনিময় সভা করেছেন, যা সংগঠনের নীতি ও গঠনতন্ত্র পরিপন্থী।
দলীয় গঠনতন্ত্রকে অমর্যাদা করে অসংগঠনিকভাবে দলীয় প্রধান ঘোষিত সভাপতি ড. সিদ্দিকুর রহমানের অনুমতি ব্যতীত সংগঠনের সহ-সভাপতি ফজলুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করেছেন। তাই গঠনতন্ত্রের ৪৭ (ক) ধারা অনুযায়ী  শোকজপ্রাপ্তদের ১৪ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে। শোকজের অনুলিপি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও প্রচার সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছে পাঠানো হয়েছে। 
সাধারণ নেতা-কর্মীরা বলছেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে নেতৃত্বের কোন্দল চলছে দীর্ঘ সময় ধরে। তবে এবারের পরিস্থিতি একটু ভিন্ন। সিদ্দিকুর রহমানকে পাশ কাটিয়ে চলছেন সংগঠনের একদল নেতা। নেতৃত্বের কোন্দলে গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর জনসভা করার অনুমতি পায়নি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এমনকী ওই সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেছেন সহ-সভাপতি ফজলুর রহমান। আট নেতাকে শোকজ করায় পরিস্থিতি কী দাঁড়ায় তা এখন দেখার বিষয়।

কমেন্ট বক্স