Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জে ড্রামট্রাকের চাপায় নিহত ৪

কিশোরগঞ্জে ড্রামট্রাকের চাপায় নিহত ৪ ছবি সংগৃহীত
কিশোরগঞ্জের হোসেনপুরে ড্রামট্রাকের চাপায় চারজন নিহত হয়েছেন। ১৯ অক্টোবর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বীর হাজীপুর গ্রামের ফালান মোড়লের ছেলে মিজানুর রহমান (২৮) ও সদর উপজেলার কামালিয়াচর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আলম মিয়া (২৪)। বাকি দুজনের মধ্যে একজন বৃদ্ধ ও আরেকজন মাদরাসাপড়ুয়া ছাত্র। তবে নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

হোসেনপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া গুরুতর আহত হন আরও দুজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।

এ ঘটনায় ড্রামট্রাক চালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স