Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
অপটিমিস্টসের সংবাদ সম্মেলন

অপটিমিস্টসের ফান্ড রেইজিং ২২ অক্টোবর 

অপটিমিস্টসের ফান্ড রেইজিং ২২ অক্টোবর  নিউইয়র্ক : অপটিমিস্টের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মিনহাজ আহমেদ শাম্মু। 
বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে শিক্ষা গ্রহণে পিছিয়ে থাকা ২২ জেলার বিভিন্ন স্কুলের প্রায় ১২শ’ শিক্ষার্থীকে আর্থিক  সহায়তা দিয়ে আসা চ্যারিটি সংস্থা দ্য অপটিমিস্টস’র বার্ষিক ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর রোববার দুপুরে নিউইয়র্কের উডহ্যাভেনের জয়া হলে এই অনুষ্ঠান হবে। 
১৫ অক্টোবর সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ফান্ড রেইজিং অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন।  
সংবাদ সম্মেলনে দ্য অপটিমিস্টস’র চেয়ারম্যান মিনহাজ আহম্মেদ সাম্মু সংস্থার বিগত বছরের কার্যক্রম তুলে ধরে বলেন, প্রবাসী বাংলাদেশিরা প্রতি বছর অর্থ সহায়তা দিয়ে বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রমে এগিয়ে আসছেন। তাদের আর্থিক সহায়তার কারণে সুবিধাবঞ্চিত শিশুদের অনেকে ইতিমধ্যে লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত হয়েছে। তারা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছেন। এ ব্যাপারে তিনি প্রবাসীদের আরো সহায়তা কামনা করেন। 
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন দ্য অপটিমিস্টস’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী, পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মেহেদী আমিন বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান শামীম আহমেদ এবং পরিচালনা পর্ষদের স্বেচ্ছাসেবক মোকাররম হোসেন।  
উল্লেখ্য, ২০০৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে অপটিমিস্ট’স। সংগঠনটির কাছ থেকে বৃত্তি সহায়তা পেয়ে অনেক অনগ্রসর পরিবারের সন্তানরা দেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উচ্চশিক্ষা গ্রহণ করছে। অনেকে পড়াশোনা শেষ করে আজ পরিবারে ও সমাজে প্রতিষ্ঠিত।
অপটিমিস্টস’র এই মানবিক কার্যক্রমের প্রতি সহযোগিতা ও সমর্থন জানাতে প্রতি বছর ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 

কমেন্ট বক্স