Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


গাজা দখল করলে তা হবে ইসরায়েলের জন্য ‘বড় ভুল’: বাইডেন

গাজা দখল করলে তা হবে ইসরায়েলের জন্য ‘বড় ভুল’: বাইডেন



 
গাজা দখল করলে ইসরায়েল একটি বড় ভুল করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। মূলত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এ কারণেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন উক্ত মন্তব্যটি করেন।

সিবিএস নিউজের প্রোগ্রাম ৬০ মিনিটস-এর স্কট পেলকে দেয়া সাক্ষাৎকারে জো বাইডেন এ কথা বলেছেন। ১৬ অক্টোবর (সোমবার) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা থেকে বেসামরিক লোকজনকে বের করার জন্য একটি মানবিক করিডর তৈরির প্রয়োজন। এরসঙ্গে সেখানে মানবিক সহায়তা দেয়াকেও সমর্থন করেন বাইডেন। তবে তিনি হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চান।

সাক্ষাৎকারে মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেন, ‘হামাস পুরো ফিলিস্তিনি জনগণের সবার প্রতিনিধিত্ব করে না’। এছাড়া ইসরায়েল নিয়ম মেনে যুদ্ধ করবে বলে তিনি আত্মবিশ্বাসী সেটাও তিনি জানান।

৬০ মিনিটস-এর পোস্ট করা ঐ ভিডিও ক্লিপে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, মানবিক করিডর তৈরির সঙ্গে সঙ্গে গাজায় খাদ্য ও পানিসহ মানবিক সহায়তা বিতরণের সুযোগ থাকা দরকার।

এছাড়া ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পথ থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের হুমকি বেড়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার চলমান যুদ্ধে মৃতের সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। গত ৭ অক্টোবর শুরু হয় এ যুদ্ধ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েলের বিমান হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি।

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জানিয়েছেন, খুব শিগগিরই তারা গাজায় প্রবেশ এবং তাদের সেনারা গাজায় গিয়ে হামাসকে ধ্বংস করবে। রবিবার যুদ্ধের সম্মুখভাগে সেনাদের সঙ্গে দেখা করতে যান আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। সেখানে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স