Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


হামাসকে নিষিদ্ধ করল ফেসবুক

হামাসকে নিষিদ্ধ করল ফেসবুক ছবি সংগৃহীত



 
হামাসকে সমর্থন বা প্রশংসা করা কনটেন্ট নিষিদ্ধ করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। ১৩ অক্টোবর শুক্রবার এক বিবৃতিতে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে মেটা জানায়, হামাসকে আমাদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছে। হামাসকে প্রশংসা বা সমর্থন করে যেসব পোস্ট দেওয়া হয়েছে, তা সরিয়ে ফেলা হয়েছে। তবে আমাদের প্ল্যাটফর্মে বিধান মেনে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।

মেটা আরও জানায়, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর শুক্রবার পর্যন্ত তিন দিনে ৭ লাখ ৯৫ হাজার কনটেন্ট সরিয়ে ফেলা হয়েছে। এসব কনটেন্ট হিব্রু ও আরবি ভাষায় ছিল। এসব লেখা বা ভিডিওতে আমাদের বিধান লঙ্ঘন করা হয়েছে। ছড়ানো হয়েছে বিদ্বেষ। সূত্র : আরটি

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স