Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

নতুন ছবিতে জেসিয়া ইসলাম

নতুন ছবিতে জেসিয়া ইসলাম ছবি : সংগৃহীত





 
অভিনেত্রী জেসিয়া ইসলামকে সর্বশেষ ‘এমআর নাইন’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে। এবার শাকিব খানের সিনেমায় দেখা মিলবে তার। ছবির নাম ‘দরদ’। ছবিটি পরিচালনা করছেন অনন্য মামুন। এরইমধ্যে এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২০শে অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে শুটিং শুরু হচ্ছে ছবিটির। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। 

আর এ ছবিতেই ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়াকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এ বিষয়ে তিনি বলেন, ছবিটির গল্প চমৎকার। যদিও আমি এতে অতিথি চরিত্রে কাজ করছি।

তবে তারপরও বলবো চরিত্রটির বেশ গুরুত্ব রয়েছে ছবিতে। বেশ বড় আয়োজনে এ ছবির শুটিং হচ্ছে। এখানে ভারত ও বাংলাদেশের শিল্পীরা অভিনয় করছে। এটা খুব ভালো একটি বিষয়। এমন একটি ছবির সঙ্গে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। ভারতে ২৫শে অক্টোবর থেকে জেসিয়া শুটিংয়ে অংশ নেবেন। ১০ দিন টানা শুটিং করবেন জেসিয়া।


ঠিকানা/এম

কমেন্ট বক্স