Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

অস্ট্রেলিয়াকে ৩১২ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়াকে ৩১২ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা ছবি সংগৃহীত
লখনৌতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে ৩১১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে এ স্কোর দাঁড় করায় প্রোটিয়ারা। ৪৯তম ওভারে অজি দলপতি প্যাট কামিন্স হজম করেন ১৪ রান। ৯ ওভার বল করে ৭১ রান দেন তিনি।

প্রথম ম্যাচে সেঞ্চুরির পর এই ম্যাচে এইডেন মার্করামও তুলে নেন ফিফটি। তার ব্যাট থেকে আসে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান।

একাধিক ক্যাচ মিসের ঘটনা ঘটে অস্ট্রেলিয়া শিবিরে। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে গ্লেন ম্যাক্সওয়েল ২টি উইকেট নেন। শেষ ওভারে স্টার্কও ২টি উইকেট শিকার করেন। হ্যাজলউড, কামিন্স ও জাম্পা একটি করে উইকেট পান।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স