Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


২১শে অক্টোবর দুবাই থেকে পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরীফ

২১শে অক্টোবর দুবাই থেকে পাকিস্তানে ফিরবেন নওয়াজ শরীফ



 
যুক্তরাজ্যে ৪ বছরের স্ব-আরোপিত নির্বাসন শেষে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ২১শে অক্টোবর দুবাই থেকে একটি চার্টার্ড বিমানে পাকিস্তানে পৌঁছাবেন। জিও নিউজ অনুসারে, নওয়াজ-কে বহনকারী ফ্লাইটের নাম "উমিদ-ই-পাকিস্তান" যা প্রায় ১৫০ জন যাত্রী বহন করতে পারে। ৭৩ বছর বয়সী তিনবারের প্রধানমন্ত্রী আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে তার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের হয়ে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। শরীফের দলীয় সদস্য ও সাংবাদিকদের সঙ্গে ২১শে অক্টোবর দুবাই ত্যাগ করার কথা রয়েছে। বিশেষ ফ্লাইটটি লাহোরে যাওয়ার আগে দুবাই থেকে ইসলামাবাদে অবতরণ করবে, শরীফ মিনার-ই-পাকিস্তানে সমাবেশে ভাষণ দেবেন। ওমরাহ পালনে সৌদি আরবে পৌঁছাবেন শরীফ। তিনি এক সপ্তাহ সৌদি আরবে অবস্থান করবেন যেখানে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। এরপর ১৮ই অক্টোবর দুবাই পৌঁছাবেন তিনি। সৌদি সফরে শরিফের সঙ্গে থাকবেন তার ঘনিষ্ঠ সহযোগী মিয়া নাসির জানজুয়া, ওয়াকার আহমেদ, তার বন্ধু করিম ইউসুফ এবং আরও কয়েকজন। MIDJAC কোম্পানির মালিক নাসির জানজুয়া শরীফের সঙ্গে লন্ডনে প্রায় তিন বছর নির্বাসিত জীবন কাটিয়েছেন এবং মাত্র কয়েক মাস আগে পাকিস্তানে ফিরেছেন।

এই বছরের শুরুর দিকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) সাবেক প্রধান বশির মেমন প্রকাশ করেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার তৎকালীন প্রধান সচিব আজম খান তাকে সমস্ত অবৈধ কার্যকলাপ করতে বাধ্য করেছিলেন।

যার মধ্যে ছিল বিচারক আরশেদ মালিকের সামনে ব্যবসায়ী মিয়া নাসির জানজুয়াকে পিএমএল-এন সিনিয়র সহ-সভাপতি মরিয়ম নওয়াজের বিরুদ্ধে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা।

মেমন বলেন, প্রধানমন্ত্রী হাউজে বসে পরিকল্পনা করা হয়েছিল যে জানজুয়া, যিনি শরীফের ৩০ বছরের বিশ্বস্ত বন্ধু  তাকে মূল অপরাধী করা উচিত। কারণ তিনি একজন ব্যবসায়ী এবং মরিয়মের বিরুদ্ধে সাক্ষ্য দিলে তা সহজেই গ্রহণযোগ্য হবে। জানজুয়া এরপর পাকিস্তান ত্যাগ করে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন এবং ইমরান খানের পতন না হওয়া পর্যন্ত ফিরে আসেননি। পিএমএল-এন সিনেটর ইসহাক দার এবং ইরফান সিদ্দিকী সৌদি আরবে শরীফের উপস্থিতি সম্পর্কিত গুজব প্রত্যাখ্যান করে নিশ্চিত করেছেন যে সাবেক প্রধানমন্ত্রী এখনও যুক্তরাজ্যে রয়েছেন।

ইসহাক দার বলেছেন, পাকিস্তানে ফেরার পর শরীফের গ্রেপ্তার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, ‘আদালত থেকে ট্রানজিট বেইল ও প্রতিরক্ষামূলক জামিন পাওয়া যাবে। নওয়াজ স্ট্যান্ডার্ড আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন।’ সূত্র: দ্য হিন্দু

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স