যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মত লাইভ কনসার্টে মুগ্ধতা ছড়ালেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ৮ অক্টোবর রোববার নিউইয়র্কের জ্যামাইকার ওয়েক্সফোর্ড টেরেসের ম্যারি লুইস একাডেমিতে ‘ন্যান্সি লাইভ ইন কনসার্ট’ নিজের জনপ্রিয় সব গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি।
শো’টাইম মিউজিকের আয়োজনে কনসার্টে একে একে ‘আকাশে কান পেতে শুনি, এই বুঝি ডাকছো তুমি,’ ‘বাহির বলে দূরে থাক’, ‘তোমাকে ছাড়া আমি কি নিয়ে থাকব’, ‘এত দিন কোথায় ছিলে’, ‘আমি তোমার মনের ভেতর, এক বার ঘুরে আসতে চাই’-এর মত সাড়া জাগানো ও শ্রোতাপ্রিয় গানগুলো পরিবেশন করেন ন্যান্সি।
অনুষ্ঠানে দর্শকসারিতে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী বেবি নাজনীন ও রিজিয়া পারভীন। অনুষ্ঠানে ন্যান্সি তাদের গাওয়া গানের কিছু অংশ পরিবেশন করে সম্মান প্রদর্শন করেন। এসময় ন্যান্সি আলাদাভাবে দুই শিল্পীকে মঞ্চে আহ্বান করেন। বেবী নাজনীন ও রিজিয়া পারভীন ন্যান্সির ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ন্যান্সিকে সম্মাননা প্রদান করা হয়। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইস্টার্ন ইনভেস্টমেন্টের কর্ণধার নূরুল আজিম। এছাড়া ন্যান্সির হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন নিউইয়র্কের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি বাংলা ট্রাভেলের কর্ণধার বেলায়েত হোসেন বেলাল, সিপিএ মোহাম্মদ চিশতি, এবং বেঙ্গল হোমকেয়ারের কর্ণধার জামিল মাহমুদ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডেমোক্রেটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামের এশিয়াবিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য ফাহাদ সোলায়মান, সিপিএ মোহাম্মদ চিশতী, কোর ক্রেডিট রিপেয়ারের কর্ণধার মোহাম্মদ আবুল কাশেম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট হাসান জিলানী, বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশন ইউএসএ ইনকের সভাপতি জাহাঙ্গীর কবির বাবলু।
শোটাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম ঠিকানাকে জানান, নিউইয়র্কে ন্যান্সির অনেক ভক্ত রয়েছে। এজন্য তাকে নিয়ে আরো একটি কনসার্ট করতে চাই। তিনি জানান, আগের দিন হুমায়ূন আহমেদ মেলার কারণে ন্যান্সির অনুষ্ঠানের প্রচার ঠিকমত করা যায়নি। এ কারণে অনেকেই আসতে পারেননি।