Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

হাত পেতে নয়, বিশ্ব সভায় মাথা উঁচু করে চলবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

হাত পেতে নয়, বিশ্ব সভায় মাথা উঁচু করে চলবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী





 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কারও কাছে হাত পেতে নয়, কারও কাছে মাথা নিচু করে নয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশের প্রতিটি মানুষ বিশ্ব দরবারে সম্মানের সাঙ্গে মাথা উঁচু করে চলবে এটাই আমাদের লক্ষ্য।’

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে আজ ১০ অক্টোবর (মঙ্গলবার) মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ সাল থেকে ৯৬, আর ২০০১ থেকে ২০০৮ এই ২৯ বছর যারা ক্ষমতায় ছিল তারা কেন পারেনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন করতে। আসলে তারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেনি, এদেশের মানুষের দিকে ফিরে তাকায়নি। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর আমরাই প্রথম এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যে কর্মসূচি নি তার সুফল আজ দেশবাসী পাচ্ছে।’



ঠিকানা/এম

কমেন্ট বক্স