কারসাজির মাধ্যমে বয়লার মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির দায়ে কাজী ফার্মস লিমিটেড ও সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে ৮ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
মুরগির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সংক্রান্ত দুটি মামলার রায়ে ৯ অক্টোবর সোমবার দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। কাজী ফার্মসকে ৫ কোটি এবং সাগুনা ফুডকে ৩ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, প্রতিযোগিতা আইন ২০১২ এর ১৫ ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গিয়েছে কাজী ফার্মস ও সাগুনা ফুডের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে কমিশন তাদের বিরুদ্ধে ৮ কোটি ৪৪ লাখ টাকা জরিমানা করে। এর মধ্যে কাজী ফার্মসকে জরিমানা করা হয়েছে ৫ কোটি এবং সাগুনা ফুড অ্যান্ড ফিডস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডকে ৩ কোটি ৪৪ লাখ টাকা।
প্রতিযোগিতা আইনের ১৫ ধারায় বলা হয়, কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো পণ্য বা সেবার উৎপাদন, সরবরাহ, বিতরণ, মজুত বা অধিগ্রহণে কোনো চুক্তি বা যোগসাজশ করতে পারবেন না, যা প্রতিযোগিতার ওপর বিরূপ প্রভাব ফেলবে বা বাজারে একচেটিয়া প্রভাব তৈরি করবে।
প্রদীপ রঞ্জন চক্রবর্তী আরও বলেন, কোম্পানিগুলোকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জরিমানার টাকা প্রদান করতে হবে। অন্যথায় জরিমানার সঙ্গে প্রতিদিন ১ লাখ টাকা করে কমিশন যুক্ত হবে। তবে কোম্পানি দুটি চাইলে এই রায়ের বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে আপিল করতে পারবে বলেও জানান তিনি।
জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে চাল, আটা, ডিম, হাঁস-মুরগি এবং প্রসাধনসামগ্রীর মতো জিনিসপত্রের দাম অস্বাভাবিক বৃদ্ধি করার জন্য কৃত্রিম সংকট তৈরি করে বেশ কিছু কোম্পানি। এমন ৪৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিযোগিতা আইন ২০১২ এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে মামলা করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
এর আগে চলতি বছর দেশের ১০টি পোলট্রি ফার্ম ও পোলট্রির সংশ্লিষ্ট সংগঠনের বিরুদ্ধে ডিমের দাম বৃদ্ধিতে বাজারে কারসাজির অভিযোগে মামলা করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (বিসিসি)। এই প্রতিষ্ঠানগুলো হলো কাজী ফার্মস, প্যারাগন পোলট্রি লিমিটেড, ডায়মন্ড এগ লিমিটেড, পিপলস পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড, নাবা ফার্ম লিমিটেড, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পোলট্রি ফার্ম প্রোটেকশন ন্যাশনাল কাউন্সিল, পোলট্রি প্রফেশনালস বাংলাদেশ ও ইউনাইটেড এগ সেল পয়েন্ট।
ঠিকানা/এনআই


ঠিকানা অনলাইন


