Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের

নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয় জয় নিউজিল্যান্ডের ছবি সংগৃহীত



 
বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল নিউজিল্যান্ড। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে কিউইরা।

৯ অক্টোবর সোমবার হায়দারাবাদে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে উইল ইয়ং, রাচিন রাবীন্দ্র ও টম ল্যাথামের ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ইয়ং ৭০, রাচিন ৫১ ও ল্যাথাম ৫৩ রান করেন।

৩২৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৬৭ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। এরপর তেজা নিদামানারুকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন কলিন অ্যাকরমান।

তবে দলীয় ১১৭ রানে ২৫ বলে ১৮ রান করে আউট হন নিদামানারু। এরই মাঝে নিজের অর্ধশতক পূর্ণ করেন অ্যাকরমান।

দলীয় ১৫৭ রানে ৭৩ বলে ৬৯ রান করে সাজঘরে ফিরে যান অ্যাকরমান। তার বিদায়ের পর পরের ব্যাটাররা হাল ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ২২৩ রানে অলআউট হয় ডাচরা। ৯৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। দলের পক্ষে ৫ উইকেট নেন মিচেল স্যান্টনার। ম্যান অব দ্য ম্যাচও তিনিই।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স