এশিয়ান গেমসের ফাইনালে স্বর্ণপদকের লড়াইয়ে মাঠে নেমেছিল ভারত ও আফগানিস্তান। তবে বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় কপাল পুড়েছে আফগানদের। রিজার্ভ ডে না থাকায় র্যাঙ্কিং বিবেচনায় ভারতের হাতে স্বর্ণ তুলে দিয়েছেন আয়োজকেরা। অন্যদিকে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
৭ অক্টোবর শনিবার হাংঝুতে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয় ভারত-আফগানিস্তান। বৃষ্টির কারণে এদিন নির্ধারিত সময় থেকে ২০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রান তোলে আফগানিস্তান।
আফগানিস্তানের হয়ে ৪৯ রানে অপরাজিত থাকেন শহিদুল্লাহ। ৪৩ বলে ৩ চার ও ২ ছক্কা আসে তার ব্যাট থেকে। তার সঙ্গে ক্রিজে অপরাজিত ছিলেন অধিনায়ক গুলবাদিন নাইব। ২৪ বলে ২ ছক্কা ও ১ চারে ২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। ভারতের হয়ে একটি করে উইকেট নেন আর্শদীপ সিংহ, শিবাম দুবে, শাহবাজ আহমেদ ও রবি বিষ্ণুই।
আইসিসির নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টি ম্যাচে ফল নির্ধারণের জন্য অন্তত ৫ ওভার খেলতে হয় উভয় দলকে। তবে বৃষ্টির বাধায় এদিন ব্যাটই করা হয়নি ভারতের। তাতে কপাল পুড়ে আফগানদের। রিজার্ভ ডে না থাকায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুফল পায় ভারত। জসওয়ালদের হাতে স্বর্ণ তুলে দেন আয়োজকেরা। আর দ্বিতীয় হয়ে রৌপ্যপদক জেতে আফগানিস্তান।
দিনের আরেক ম্যাচে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শেষ বলে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভার ব্যাট করে ১ উইকেট হারিয়ে ৪৮ রান করে পাকিস্তান। ডিএলএস পদ্ধতিতে টাইগারদের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ৫ ওভারে ৬৫ রান। আফিফ হোসেন ১১ বলে ২০ ও ইয়াসির আলীর ১৬ বলে ৩৪ রানে ভর করে জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে জয়টা সহজ ছিল না টাইগারদের জন্য। শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। ২ ছক্কায় ইয়াসির প্রথম ৪ বলে ১৬ রান এনে দিয়ে পঞ্চম বলে বোল্ড হন। রুদ্ধশ্বাস মুহূর্তে শেষ বলে ক্রিজে এসে রাকিবুল হাসান বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয় এনে দেন। এদিকে মেয়েদের ক্রিকেটেও ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।
ঠিকানা/এনআই